top of page

About Me
মনের মধ্যে স্বপ্ন অনেক। তার কিছু পূর্ণ, কিছু অপূর্ণ আর কিছু পূর্নতা ও অপুর্ণতার মাঝে ঝুলে আছে।
আমি মানুষ হিসেবে না সাধারন, না অসাধারন। তবে আমি সাধারন ও অসাধারনের মাঝে এমন একজন মানুষ হতে চাই যে কাউকে হাসাতে না পারলেও কাদাবে না, আনন্দ দিতে না পারলেও কষ্ট দিবেনা, ভালোবাসতে না পারলেও ঘৃনা করবে না।
আমার মণের ডায়রীতে একজনের নাম আছে। আমি তাকে সব সময় মিস করতে ভালোবাসি।
মা-বাবা, ভাই-কে ঘিরে আমার কিছু স্বপ্ন আছে। পরম করুনাময়ের কাছে এটাই প্রার্থনা করি যে আমি যেন তা পূরণ করতে পারি।
ধন্যবাদ
Contact Me:

bottom of page